Saturday, June 8, 2019

যাকাত নিয়ে যত ভাবনা ও সমাধান

যাকাত দিতে হবে কাকে ?
যাকাত দিবো কখন?
যাকাতের হার কতো?
যাকাত না দিলে কি হবে?
যাকাত ফরজ এটা নিয়ে প্রতিটি মুসলিমের সঠিক তথ্য যেনে রাখা উচিত । তাতে আপনার জাকাত ফরজ হোক বা না হোক। জানাও ফরজ। শুধু জাকাত নয় ইসলামের সকল বিধি বিদান জানা ফরজ। জ্ঞান অর্জন ফরজ বলে থাকেন অনেকে তবে মুল কথা হলো ইসলামের সকল কিছুই জানা ফরজ। প্রশ্ন হলো আমি কি করে সকল কিছু জানব আমার তো এতো মেধা বা জীবনে সময় পাবোনা। সেখানে কথা হলো আপনি যতটুকু যানেন পালাক্রমে আরো সামনে অগ্রসর হতে হবে।

যাকাত কাকে দিব এমন প্রশ্ন জাগল মনে তা থেকেই লেখার আগ্রহটা জেগে উঠল। ঈদের পরের দিন ভাইয়া বলল ৪০/৪৫ হাজার টাকা যাহার জমা আছে তাহার তো জাকাত প্রধান করা ফরজ। এমন ব্যক্তিকে যদি তুমি জাকাত দাও তবে কি করে যাকাত আদায় হয়?

যাকাত দিতে হলে নেছাব শব্দটা জরিত । নেছাব মানে সারে সাত তোলা স্বর্ন বা সারে বায়ান্ন তোলা রুপা । আর এ সম্পদ আপনার কাছে এক বছর কাল থাকলেই আপনি যাকাত দিবেন । আর এ জাগাতের পরিমান প্রতি একশত টাকায় আড়াই টাকা ২টাকা পঞ্চাশ পয়শা করে মানে হলো এক হাজার টাকায় পচিশ টাকা।
সেচ ছাড়া ফসল ফলালে দশ ভাগের একভাগ জাকাত দিতে হয়। সেচ দিয়ে উতপাদন করা হলে বিশ ভাগের একভাগ।
এখন আসুন কি করে বল্ল যে ৪০/৪৫ হাজারে যাকাত দিতে হবে।

এখন বাজারে এক তোলা স্বর্নের দাম কত?
১ তোলা সমান ১ বরি  বা ১১.৬৬৩৮০.... গ্রাম।
যাহার মূল্য আনুমানিক ৫০ হাজার হলে সারে সাত ভরির মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার

No comments:

Post a Comment