আমরা সবাই ভাবি আমার ছেলেমেয়েকে মানুষের মত মানুষ করব। কেউ কি কখনো ভেবেছি এই মানুষের মত মানুষটা কেমন?
দেখতে আলাদা না কি আচারনে আলাদা?
সে দিন সকালে হাটছিলাম জাতীয় একটি ষ্টেডিয়ামের বারান্দা দিয়ে। বারান্দাতে ঘুমিয়ে ছিলো পথশিশু বলিলে ভুল হবে বলতে হয় পথ যুবক। ঘুম থেকে জাগেনি তখোনো তাহারা। যতটা মনে পড়ে আটটা হবে সকাল। দুজন পুরুষ মহিলা শুয়ে শুয়ে গল্প করছিলেন কথা প্রসঙ্গে বলছিলেন “ ছেলেটাকে নিজ হাতে মানুষ করলাম কিন্তু রাখতে পারলাম না” এরাও মানুষ করে!
মানুষ তো কত রকম হয়। শ্রমিকের কাছে শ্রম করার যোগ্যতা অর্জন করাই নতুন প্রজন্মের জন্য মানুষ হওয়া। চোরের কাছে চুরি বিদ্যা যথাযথ রপ্ত করাকে মানুষ হওয়া বলে। দুরদর্শি লোকদের কাছে দুরদর্শি না হওয়া অবদি ছেলেটি মানুষ হলোনা। আমার মনেহয় অধিকাংশ মানুষ মনে করেন দু-বেলা সম্মানের সাথে খেয়ে পরে বেচে থাকার যোগ্যতা অর্জনের নাম মানুষ হওয়া।
মানুষ
এমন কত হাজার রকম মানুষ আছে তা লিখলে কেহোবা আমাকে বলবে ঠিক বলেছে আবার কেহো বা খেপে যাবে কেনো এমন কথা বলিলাম । কেহো আবার আমাকে বিচারের সম্মুখে দার করানর চেষ্টা করবে। লেখাটা লেখার সময় অনেক গুলো লাইন মুছে ফেলেছি যাতে এই বুজি কাহারো আবেগে আঘাত করে।
আর সেই আগাত প্রপ্ত মানুষটি আমার উপরে তাহার মানবিয় গুন প্রয়োগ করে প্রমান করে দিবে সে মানুষ হয়েছে। আর আমি হয়েছিলাম অমানুষ।
আমি একটা ভিতু মানুষ তাই একটু বেশিই সাবধান থাকি। তাই এই মাত্র যে উদাহরনটা লিখতে হাত ইসপিস করছিল তা লিখলাম না ঐ মানুষ গুলোর ভয় ।
মানুষ
এমন কত হাজার রকম মানুষ আছে তা লিখলে কেহোবা আমাকে বলবে ঠিক বলেছে আবার কেহো বা খেপে যাবে কেনো এমন কথা বলিলাম । কেহো আবার আমাকে বিচারের সম্মুখে দার করানর চেষ্টা করবে। লেখাটা লেখার সময় অনেক গুলো লাইন মুছে ফেলেছি যাতে এই বুজি কাহারো আবেগে আঘাত করে।
আর সেই আগাত প্রপ্ত মানুষটি আমার উপরে তাহার মানবিয় গুন প্রয়োগ করে প্রমান করে দিবে সে মানুষ হয়েছে। আর আমি হয়েছিলাম অমানুষ।
আমি একটা ভিতু মানুষ তাই একটু বেশিই সাবধান থাকি। তাই এই মাত্র যে উদাহরনটা লিখতে হাত ইসপিস করছিল তা লিখলাম না ঐ মানুষ গুলোর ভয় ।
No comments:
Post a Comment