Saturday, May 11, 2019

আযানের উত্তর দেওয়া নিয়ে রাসূল সাঃ এর আদেশ

নামাজের জন্য আজান শুনে থাকি ছোটবেলা থেকে । আর আজান শুনলে্‌ই সতর্ক হয়ে যেতেন আমার মা বাবা । দেখেছি তাদের আজানের জাবব দিতে। শিখিয়েছেন আমাদের গ্রামের ওস্তাদরা এ জবাবের বিস্তারিত।

হঠাত করে কে যেনো শোনালো কাহারা নাকি বলে থাকেন আজানের জবাব মানে নামাজে যাওয়া। কথাটা ভালোই লাগলো। তখন থেকেই উত্তর বলেন আর জওয়াব বলেন নিয়মিত দিতাম না ।
একদিন মনে প্রশ্ন এল এটা কি ঠিক হচ্ছে? নাকি আমার ছোটবেলার ওস্তাদরা ঠিক ছিলো?
জানার চেষ্টা করতে গিয়ে এ ভিডিওটা পর্যন্ত আসলাম। এ ভিডিওটা দেখবেন ভুল ত্রুটির জন্য কমেন্স করবেন।সকলের সাথে শেয়ার করবেন । সত্য ও সুন্দরের সাথে আমরা সবাই।


No comments:

Post a Comment