Sunday, November 17, 2019

হাদিসে নেই এমন প্রচারনায় ভিব্রান্ত হচ্ছেন কি?

হাদিসে নেই এমন আমল করা যাবেনা। কুরান সুন্নাহ মতে চলতে আপনাকে সকর হাদিস জানতে হবে এমন কথা নেই। তবে কি করে চলব। জানা কতটা সম্ভব কতজন লোক সকর হাদিস মুখস্ত করে রেখেছে? কতজনের পক্ষে সম্ভব তা মুখস্ত করা। বাস্তবে কতজন কতটি হাদিসের নাম জানেন । মুল যে ছয় খানা হাদিস আছে তাহার নাম আপনার জানা আছে কি? 


Wednesday, October 16, 2019

আপনার সন্তান কি মানুষের মত মানুষ করতে চাচ্ছেন?

আমরা সবাই ভাবি আমার ছেলেমেয়েকে মানুষের মত মানুষ করব। কেউ কি কখনো ভেবেছি  এই মানুষের মত মানুষটা কেমন?
দেখতে আলাদা না কি আচারনে আলাদা?

সে দিন সকালে হাটছিলাম জাতীয় একটি ষ্টেডিয়ামের বারান্দা দিয়ে। বারান্দাতে ঘুমিয়ে ছিলো পথশিশু বলিলে ভুল হবে বলতে হয় পথ যুবক। ঘুম থেকে জাগেনি তখোনো তাহারা। যতটা মনে পড়ে আটটা  হবে সকাল। দুজন পুরুষ মহিলা শুয়ে শুয়ে গল্প করছিলেন কথা প্রসঙ্গে বলছিলেন “ ছেলেটাকে নিজ হাতে মানুষ করলাম  কিন্তু রাখতে পারলাম না” এরাও মানুষ করে!

মানুষ তো কত রকম হয়। শ্রমিকের কাছে শ্রম করার যোগ্যতা অর্জন করাই নতুন প্রজন্মের জন্য মানুষ হওয়া। চোরের কাছে চুরি বিদ্যা যথাযথ রপ্ত করাকে মানুষ হওয়া বলে। দুরদর্শি লোকদের কাছে দুরদর্শি না হওয়া অবদি ছেলেটি মানুষ হলোনা। আমার মনেহয় অধিকাংশ মানুষ মনে করেন দু-বেলা সম্মানের সাথে খেয়ে পরে বেচে থাকার যোগ্যতা অর্জনের নাম মানুষ হওয়া।

মানুষ
এমন কত হাজার রকম মানুষ আছে তা লিখলে কেহোবা আমাকে বলবে ঠিক বলেছে আবার কেহো বা খেপে যাবে কেনো এমন কথা বলিলাম । কেহো আবার আমাকে বিচারের সম্মুখে দার করানর চেষ্টা করবে। লেখাটা লেখার সময় অনেক গুলো লাইন মুছে ফেলেছি যাতে এই বুজি কাহারো আবেগে আঘাত করে।

আর সেই আগাত প্রপ্ত মানুষটি আমার উপরে তাহার মানবিয় গুন প্রয়োগ করে প্রমান করে দিবে সে মানুষ হয়েছে। আর আমি হয়েছিলাম অমানুষ।

আমি একটা ভিতু মানুষ তাই একটু বেশিই সাবধান থাকি। তাই এই মাত্র যে উদাহরনটা লিখতে হাত ইসপিস করছিল তা লিখলাম না ঐ মানুষ গুলোর ভয় ।




Saturday, June 8, 2019

যাকাত নিয়ে যত ভাবনা ও সমাধান

যাকাত দিতে হবে কাকে ?
যাকাত দিবো কখন?
যাকাতের হার কতো?
যাকাত না দিলে কি হবে?
যাকাত ফরজ এটা নিয়ে প্রতিটি মুসলিমের সঠিক তথ্য যেনে রাখা উচিত । তাতে আপনার জাকাত ফরজ হোক বা না হোক। জানাও ফরজ। শুধু জাকাত নয় ইসলামের সকল বিধি বিদান জানা ফরজ। জ্ঞান অর্জন ফরজ বলে থাকেন অনেকে তবে মুল কথা হলো ইসলামের সকল কিছুই জানা ফরজ। প্রশ্ন হলো আমি কি করে সকল কিছু জানব আমার তো এতো মেধা বা জীবনে সময় পাবোনা। সেখানে কথা হলো আপনি যতটুকু যানেন পালাক্রমে আরো সামনে অগ্রসর হতে হবে।

যাকাত কাকে দিব এমন প্রশ্ন জাগল মনে তা থেকেই লেখার আগ্রহটা জেগে উঠল। ঈদের পরের দিন ভাইয়া বলল ৪০/৪৫ হাজার টাকা যাহার জমা আছে তাহার তো জাকাত প্রধান করা ফরজ। এমন ব্যক্তিকে যদি তুমি জাকাত দাও তবে কি করে যাকাত আদায় হয়?

যাকাত দিতে হলে নেছাব শব্দটা জরিত । নেছাব মানে সারে সাত তোলা স্বর্ন বা সারে বায়ান্ন তোলা রুপা । আর এ সম্পদ আপনার কাছে এক বছর কাল থাকলেই আপনি যাকাত দিবেন । আর এ জাগাতের পরিমান প্রতি একশত টাকায় আড়াই টাকা ২টাকা পঞ্চাশ পয়শা করে মানে হলো এক হাজার টাকায় পচিশ টাকা।
সেচ ছাড়া ফসল ফলালে দশ ভাগের একভাগ জাকাত দিতে হয়। সেচ দিয়ে উতপাদন করা হলে বিশ ভাগের একভাগ।
এখন আসুন কি করে বল্ল যে ৪০/৪৫ হাজারে যাকাত দিতে হবে।

এখন বাজারে এক তোলা স্বর্নের দাম কত?
১ তোলা সমান ১ বরি  বা ১১.৬৬৩৮০.... গ্রাম।
যাহার মূল্য আনুমানিক ৫০ হাজার হলে সারে সাত ভরির মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার

Saturday, May 11, 2019

আযানের উত্তর দেওয়া নিয়ে রাসূল সাঃ এর আদেশ

নামাজের জন্য আজান শুনে থাকি ছোটবেলা থেকে । আর আজান শুনলে্‌ই সতর্ক হয়ে যেতেন আমার মা বাবা । দেখেছি তাদের আজানের জাবব দিতে। শিখিয়েছেন আমাদের গ্রামের ওস্তাদরা এ জবাবের বিস্তারিত।

হঠাত করে কে যেনো শোনালো কাহারা নাকি বলে থাকেন আজানের জবাব মানে নামাজে যাওয়া। কথাটা ভালোই লাগলো। তখন থেকেই উত্তর বলেন আর জওয়াব বলেন নিয়মিত দিতাম না ।
একদিন মনে প্রশ্ন এল এটা কি ঠিক হচ্ছে? নাকি আমার ছোটবেলার ওস্তাদরা ঠিক ছিলো?
জানার চেষ্টা করতে গিয়ে এ ভিডিওটা পর্যন্ত আসলাম। এ ভিডিওটা দেখবেন ভুল ত্রুটির জন্য কমেন্স করবেন।সকলের সাথে শেয়ার করবেন । সত্য ও সুন্দরের সাথে আমরা সবাই।