Friday, March 3, 2023

নানা আলেমদের নানা পরামর্শ তবে আমি কাকে করব অনুসরন?

 এই প্রশ্নটা আজকাল অনেকের মনে রয়েছে । কেউ কেউ প্রকাশ করেন কেউবা মনের মধ্যে লুকিয়ে রেখেছেন। প্রশ্নটা হলো

নানা আলেমদের নানা পরামর্শ তবে আমি কাকে করব অনুসরন?

হ্য ভাবুন আয় পরিক্ষার হলে যখন যাবেন তার আগে যদি আপনি প্রশ্ন করেন নানা রকমের প্রশ্ন আসতে পারে আমিই কোন প্রশ্নটা পরতে পারি। উত্তর হবে সিলেবাস দেখ। কেহো কেহো ঘুরে বেরায় প্রশ্ন সিলেকশন করে দেয়া যা আমরা পরিচিত ছিলম দাহিয়ে দেয়া। এরপর পেতেছিলাম এমন প্রশ্ন ব্যাংক বা সাজেসন বই। যেখানে কিছু প্রশ্নের ধরন দেয়া ছিল। আর এ গাইড গুলোতে ছিলো প্রায় মুলবইয়ের সকল প্রশ্ন। এর উপর আমরা আবার সাজেশনের উপর সাজেশন নিতাম।


প্রশ্ন হলো কাদের কাছ থেকে? 


অধিকাংশ সময় যাহারা এই পরিক্ষায় উত্তির্ন হয়ে গেছে । আমাদের পক্ষে এমন লোক পাওয়া সম্ভব নয় যে আমরা যানি এ আলেম এ দুনিয়ার পরিক্ষা উত্তির্ন হয়ে গেছে। আমাদের খুজতে হবে আমাদের মুল গ্রন্থের সাথে কাদের সম্পর্ক আছে। 

আমাদের মুল গ্রন্থ কুরান ও হাদিস গ্রন্থ। এখন প্রশ্ন হলো এ কুরান হাদির কাহারা পরেন কাহারা পরেন না। এটা যানতে সহজ পথ আমাকেই পরতে হবে। পড়তে হবে নিজ ভাসায় অনুবাদ । এখানে অনুবাদ গুলো যে কোনো এক জনের নয় না না সময় নানা গ্রন্থ পড়তে হবে। এরপড় হয়তো আমাদের এ সমস্যার সমাথান পাবনা পুরোপুরি। আর এই ভাবেই পরিক্ষা নিতে পছন্ধ করেরন আমাদের সৃষ্টিকর্তা। যা আমি সুরা ইমরানের অনুবাদ পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে। আমাদের এ খোজাখুজি এবং খুজে পাওয়া সরল পথ কোনো প্রশ্ন ছারাই তার আদেশের কাছে মাথা নত করে দেয়া নিযের পুর্বের সকল জ্ঞান ছুরে ফেলে দেয়া পিছনের ভুলের জন্য ক্ষমা চাওয়া এটাই তার কাছে পছন্দ। এটা আমার মতামত ভুল ত্রুটির সমালোচনা আশা করি সকলের কাছে। 

No comments:

Post a Comment