Wednesday, December 21, 2022

সময় কি? সময় নিয়ে যত কথা সময় নিয়ো উক্তি

 সময় আমরা তখন অনুভব করি যখন পার্শর্তি কোনো কিছুর পরিবর্তন দেখি। ধরুন আপনার কাছের কোনো কিছুই পরিবর্তন হচ্ছেনা। ঘরির কাটা ঘুরছে না আপনার শরিরের বৃদ্ধি বা কমতি হচ্ছে না। কোনো ব্যথা বা শুখানুবুতি নেই আপনার। ভাবুনতো এখানে আপনি সময়ের অনুভুতি পাবেন কিনা? এমন জগতে সময় বলে কিছু আছে কিনা। 


সময় কি? আমরা ঘড়ির কাটায় বা সংক্ষায় সময়ের যে পরিমাপ করি সেই সময়কে নিয়ে কখনো ভেবেছেন কি? সময় কি ভাবে হয় । মহা জগতের কি সময় আছে ? আমরা পরিবর্তন দেখি আমাদের চারপাশের আর এ পরিবর্তন থেকেই আমরা সময়ের অনুভুতি সময়ের পরিমাপ করে থাকি। 


সময় দেখা যায়না । ধরে রাখা যায়না। এখানে প্রতিবাদ করতে পারের অনেকে ক্যামেরায় বা রেকর্ডারের মাধ্যমে আমরা সৃতি হিসেবে হলেও সময় ধরে রাখছি। কিন্তু সময় কি এখনো ধরে রাখা যায় । 


আবার আমরা এ বিশ্বাস করি আমরা ধংশ করতে পারিনা। আমরা শুধু রুপান্তন করতে পারি। এ রুপান্তর আমারের চার পাশে প্রতিনিয়ত আপনা আপনি ঘটছে। আবার কখনো কখনো আমরা ঘটাচ্ছি। এ আপনা আপনি রুপান্তর থেকে আমরা সময় হিসাব করছি । কারন আপনা আপনি রুপান্তর গুলো একটা নিয়ম মেনে ঘটছে । 


এ রুপান্তর গুলোর নিয়ম মানার মধ্যে রযেছে এক মহাক্ষমতা ধরের হাত এমন বিশ্বাস করেন কেহ । কেহবা তা বিশ্বাস করতে চান না । যে যা করুন এ রুপান্তর কখনো কখনো তার ধারা পরিবর্তন করে নতুন ধারা নেয় । কিন্তু উল্টা পাল্টা করেনা কখনো। 


এ জন্যই আমরা সময়ের অস্তিত্য পাই। 


আসলে কি সময় বলে কিছু আছে? না কি পরিবর্তনে এ ধারা থেকেই সময়ের মাপকাঠি তৈরি করে নিয়েছি আমরা। 




থাকছে আরো পরের পোষ্টে থাকুন সাথে মন্তভ্য সহ .............................

No comments:

Post a Comment